গরমে কাঁচা আমের সরবতের তুলনা নেই, এক চুমুকেই প্রাণ ঠাণ্ডা হয়ে যায়।
খুব সহজেই বানিয়ে ফেলুন কাঁচা আমের সরবত – Kacha Amer Shorbot recipe in Bengali
কাঁচা আমের সরবত – Kacha Amer Shorbot Ingredients
- ২ টি কাঁচা আম
- ১/২ চামচ বীট নুন
- কিছু পুদিনা পাতা
- ৪ চামচ চিনি
- ১/৪ চামচ গোলমরিচ
- ২ প্যাকেট জলজিরা (ছোট)
কাঁচা আমের সরবত – Kacha Amer Shorbot Cooking Steps
- প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর আম গুলো কে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে।
- এইবার আমের টুকরোগুলি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে, এর সাথে স্বাদ মত চিনি, গোলমরিচ, পুদিনা পাতা ও জল দিয়ে পেস্ট করে নিন।
- পেস্ট হয়ে গেলে গ্লাসে কিছুটা ঠান্ডা জল নিন, তাতে জলজিরার গুঁড়ো (প্রতি গ্লাসে এক প্যাকেট জলজিরা) আর স্বাদ মত নুন দিয়ে মিক্সারের পেস্ট টা দিয়ে দিন।
- নুন,মিষ্টি টিক আছে কিনা টেস্ট করে দেখে নেবেন।এবং পরিবেশন করার সময়ে সরবতের গ্লাসে লেবু কেটে সাজিয়ে নিন।
ব্যাস, তৈরি হয়ে গেল yummy and delicious কাঁচা আমের সরবত – Kacha Amer Shorbot recipe
কেমন এই রেসিপি টি?
Average rating / 5. Vote count:
No votes so far! Be the first to rate this Recipe.