খুব সহজেই বানিয়ে ফেলুন গ্রীন টি – Green Tea recipe in Bengali
গ্রীন টি – Green Tea ingredients
- গ্রীন টি ব্যাগ বা গ্রীন টি পাতা
- ১ চামচ মধু
- ১/২ পাতিলেবু
- বীট নুন
গ্রীন টি – Green Tea Cooking steps
- প্রথমে একটি সস-প্যানে জল নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
- তারপর পাত্র নামিয়ে তাতে গ্রীন টি ব্যাগ বা গ্রীন টি পাতা যোগ করে ৫-১০ মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে।
- এইবার একটি কাপে লেবুর রস, মধু ও বীট নুন পরিমাণ মত দিয়ে তাতে চা ছেকে নিতে হবে।
- একটি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিন, এতে মধু ভালভাবে গুলে যাবে।
ব্যাস, হয়ে গেল গ্রীন টী তৈরি, গরম গরম চুমুক লাগান।
Pro Tips
- কখনও খালি পেটে গ্রীন টি খাবেন না
- এতে একদম দুধ ব্যবহার করবেন না
- ঠান্ডা গ্রীন টি এড়িয়ে যাবেন
- গ্রীন টি খাবার সঠিক সময় হল বিকেল বেলা বা সন্ধ্যা বেলা।
কেমন এই রেসিপি টি?
Average rating / 5. Vote count:
No votes so far! Be the first to rate this Recipe.