jhal suji recipe in bengali

ঝাল সুজি – Jhal Suji Recipe in Bengali

Calories / প্রতি ১০০ গ্রাম

121 Cal per 100g

Proteins / প্রোটিন

2.7 grams per 100g

Carbohydrates / শর্করা

21.1 grams per 100g

Fats / চর্বি

2.9 grams per 100g

Fibers / তন্তু

1.5 grams per 100g

খুব সহজেই বানিয়ে ফেলুন ঝাল সুজি – Jhal Suji Recipe in bengali

ঝাল সুজি – Jhal Suji recipe ingredients

  • ১/৩ কাপ বিন্স কুচি
  • ২/৩কাপ গাজর কুচি
  • ১/২ চা চামচ গ্রেট করা আদা
  • ২/৩ কাপ ফুলকপি কুচি
  • ১/৩ কাপ ক্যাপ্সিকাম কুচি
  • ২/৩ কাপ আলু কুচি
  • ৮-১০ টি কাঁচা লঙ্কা কুচি
  • ৬-৭ টা করাইশুটি ছাড়িয়ে রাখা
  • পরিমান মতো কারিপাতা
  • ১.৫ কাপ সুজি
  • ১.৫ টেবিল চামচ চিনেবাদাম
  • ১০-১২টা কিশমিশ
  • ১/৪ চা চামচ কালো সরষে
  • ২টো তেজপাতা
  • ৩ টে এলাচ
  • ৩ টে লবঙ্গ
  • এক টুকরো দারুচিনি একটু থেঁতো করে রাখা
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  • স্বাদ মত নুন
  • ২ চা চামচ ঘি
  • প্রয়োজন মত সাদা তেল
  • ২ কাপ বা প্রয়োজন মত জল

ঝাল সুজি – Jhal Suji cooking steps

  • সব কুচানো সবজি গুলো ধুয়ে নিতে ভালো করে ।
  • শুকনো কড়ায় সুজি দিয়ে ১-১.৫ মিনিট continue নেড়ে নামিয়ে নিতে হবে লাল হওয়ার আগেই।
  • এবার কড়াইতে তেল এবং সাথে এক চামচ ঘি গরম করে তাতে গরম মশলা, তেজপাতা, ও সরষে ফোড়ন দিয়ে ১০-১২ সেকেন্ড নাড়া চারা করে কাচা লঙ্কা কুচি আর আদা দিয়ে আলু গাজর আর ফুলকপি কুচি দিয়ে ২-৩ মিনিট পর একে একে বাকি সব্জি গুলো দিয়ে হলুদ গুরো আর সব্জি ভাজার মতো নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
  • এরপর সবজির মধ্যে সুজি দিয়ে আর প্রয়োজন মতো বাকি নুন দিয়ে ভালো করে সব সব্জির সাথে মিশিয়ে ১-২ মিনিট পর হাতে করে অল্প অল্প করে জল দিতে হবে আর সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে নাহলে দলা পাকিয়ে যেতে পারে।
  • এই ভাবে জল দিয়ে নাড়তে নাড়তে আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি প্রয়োজনে দিয়ে সুজি রান্না করে নিতে হবে১.৫-২ মিনিট
  • সুজি আর সব সবজী নরম হয়ে গেলে এক চামচ ঘি কয়েকটা কারিপাতা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ২ মিনিট।

এরপর ঢাকা খুলে নামিয়ে নিয়ে গরম অথবা ঠান্ডা পরিবেশন করা যাবে ঝাল সুজি।

কেমন এই রেসিপি টি?

Average rating / 5. Vote count:

No votes so far! Be the first to rate this Recipe.

রেসিপিটি সকলের সাথে শেয়ার করুন

Facebook
WhatsApp
Pinterest
Email
Print

Amazon থেকে এই রেসিপি সম্পর্কিত কিছু প্রোডাক্ট

আরও অন্যান্য রেসিপি